নতুন এই শোরুমে অ্যাপলের ল্যাপটপ (ম্যাকবুক, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার), ডেস্কটপ (আইম্যাক, ম্যাক মিনি, ম্যাক প্রো), আইপ্যাড (আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি) এবং অ্যাপেলের সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। এছাড়াও থার্ডপার্টির কিছু অ্যাক্সেসরিজ এবং আইফোনের অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। তবে সেখানে কোনো আইফোন বিক্রি করা হবে না বলে জানায় এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, আউটলেটটি থেকে অ্যাপল গ্রাহকরা সফটওয়্যার ও হার্ডওয়্যারজনিত যে কোনো বিক্রয়োত্তর সেবা পাবেন।
Address:The Dubai Mall
Downtown Dubai
800 04449012
Store hours:
Mon - Wed, Sun:
10:00 a.m. - 11:00 p.m.
Thu - Sat:
10:00 a.m. - 11:59 p.m.
শেয়ার করুন
0 comments: