মেঘনা নদীতে দুই যাত্রী’বাহী ল’ঞ্চের সং’ঘ’র্ষ হলেও প্রা’ণে বেঁচে গেছেন সহস্রা’ধিক যাত্রী।
সোমবার মধ্য’রাতে পটুয়া’খালীর বাউ’ফল উপ’জে’লার মেঘনা নদীর মিয়া’রচর এলাকায় এ সং’ঘ’র্ষের ঘটনা ঘটে।
এতে দুটি ল’ঞ্চের সামনে আং’শিক ক্ষ’তি হয়েছে। সং’শ্লিষ্ট সূত্র জা’নায়, ঢাকা–কালাইয়া রুটে ব’ন্ধন–৫ ও ঢাকা–গলা’চিপা রু’টে পূ’বালী–৫ যাত্রীবাহী ল’ঞ্চ চলাচল করে।
সোমবার বিকালে যাত্রী নিয়ে বন্ধন–৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী–৫ গলা’চিপা থেকে ঢাকার উ’দ্দেশে ছেড়ে যায়। রাত ১২টার দিকে দুটি লঞ্চ মেঘনা নদীর মি’য়ারচর চ্যা’লেন অ’তি’ক্রম করার সময় মুখো’মুখি সং’ঘ’র্ষ হয়।
ঘটনার সময় দুই লঞ্চে সহস্রা’ধিক যা’ত্রী ছিল। সং’ঘ’র্ষে দুটি ল’ঞ্চের সাম’নের অংশ আংশিক ক্ষ’তি’গ্রস্ত হয়েছে। বন্ধন–৫ লঞ্চে’র যা’ত্রী রুহু’ল আমিন বলেন,
মাঝরাতে বিকট শব্দে ঘু’ম ভে’ঙে যায় সব যাত্রীর। সবাই আ’তঙ্কিত হয়ে পড়েন। মহান আল্লাহর ইচ্ছায় এবার বেঁচে গেলাম।
পূবালী–৫ লঞ্চে’র পরি’দর্শক আ’বদুস সোবহান বলেন, ওই চ্যানেলে সাধা’রণত কম গতিতে আম’রা লঞ্চ চালাই।
কিন্তু দ্রুতগতিতে অ’তি’ক্রম কর’ছিল বন্ধন–৫ লঞ্চ’টি। বারবার সিগন্যা’ল দেয়ার পর’ও বন্ধন–৫ নিয়’ন্ত্রণ হারিয়ে ফেলায় সং’ঘ’র্ষের ঘটনা ঘটেছে।
তবে অ’ভিযোগ অস্বী’কার করে ব’ন্ধন–৫ লঞ্চের পরিদ’র্শক শাহ’জাহান হাও’লাদার বলেন, রঙ সাই’ড দিয়েপূবালী–৫ লঞ্চ’টি ওই চ্যালেন অ’তি’ক্রম করার সময় সং’ঘ’র্ষ হয়। এতে আমাদের কোনো ত্রু’টি ছিল না। ঘটনার পর দুটি লঞ্চ’টি গন্ত’ব্যের উ’দ্দেশ্যে চলে যায়।